• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

১২ ঘণ্টার আল্টিমেটাম ও শাহবাগ অবরোধের হুঁশিয়ারি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৪  

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ দাবিতে ১২ ঘণ্টার আল্টিমেটাম বেঁধে দিয়েছেন ৩৫ প্রত্যাশীরা। এর মধ্যে দাবি পূরণ না হলে ফের রোববার শাহবাগ অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন তারা। শনিবার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় শাহবাগ মোড়ে আন্দোলনকারী এ ঘোষণা দেন। এদিকে, এ সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে আগামী ৭-১০ দিনের মধ্যে বৈষম্যহীন কমিশন গঠন করা হবে। যেখানে অগ্রাধিকারের ভিত্তিতে সর্বপ্রথম ৩৫ এর বিষয়টি সমাধান করা হবে। জানা গেছে, শনিবার সন্ধ্যায় চাকরি প্রত্যাশীদের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করতে প্রবাসী কল্যাণ ভবনে যান। তবে তিনি রাষ্ট্রীয় কাজে বেরিয়ে যাওয়ায় তাদের সঙ্গে দেখা হয়নি। সেখান থেকে ফিরে এসে তারা এ ঘোষণা দেন। ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয়ক পরিষদের আরেক সংগঠক রাসেল আল মাহমুদ বলেন, রাষ্ট্রের জরুরি কাজ থাকায় আসিফ নজরুল স্যার আমাদের যাওয়ার আগে বেরিয়ে গেছেন। তবে যাওয়ার আগে স্যার তার ব্যক্তিগত সহকারীকে বলে যান যে, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে আমাদের যে সমস্যা রয়েছে তা নিরসনে একটি বৈষম্যহীন কমিশন গঠন করা হবে। যেখানে আমাদের দাবির যৌক্তিক ও সুনির্দিষ্ট সমাধান করা হবে। কথার এক পর্যায়ে সমবেত আন্দোলনকারীদের উদ্দেশ্যে প্রশ্ন করে তিনি জানতে চান ৭ থেকে ১০ দিন আন্দোলনকারীরা অপেক্ষা করবেন কিনা। এ সময় আন্দোলনকারী বলেন, উঠেন ‘না-না’৷ এরপর রাসেল আল মাহমুদ বলেন, যেহেতু আপনারা অপেক্ষা করতে চাচ্ছেন না, তাহলে আমরা রোববার ১০টায় আবার অবস্থান কর্মসূচি পালন করব। আরেক সমন্বয়ক মোজাম্মেল মিয়াজি বলেন, আমরা রোববার সকাল ৮টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি, দাবি মানার জন্য। দাবি না মানা হলে আমরা ১০টা থেকে আবারো শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি (অবরোধ) করব। এরপর রাস্তা থেকে আন্দোলনকারীরা সরে গেলে ৯টার পরপর থেকে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করে। শনিবার বেলা ১১টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে শিক্ষার্থী মহাসমাবেশ শুরু হয়। এতে সারাদেশ থেকে এসে চাকরি প্রত্যাশীরা অংশ নেন। এর আগে, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয়ক পরিষদের ব্যানারে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন দফতরে স্মারকলিপি প্রদান করেছেন তারা। যেখানে তারা সাতটি শর্ত জুড়ে দিয়েছেন। সেগুলো হলো- ১ম শ্রেণি ও ২য় শ্রেণি নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ বছর; ৩য় শ্রেণি ও ৪র্থ শ্রেণি নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা ৪০ বছর; সব প্রকার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা উন্মুক্ত; সব প্রকার স্বাস্থ্য, চিকিৎসা নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা উন্মুক্ত; সব প্রকার আইসিটি নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা উন্মুক্ত; সব প্রকার আইন (জেডিসি) নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা উন্মুক্ত; এছাড়া জরিপের মেধা ও যোগ্যতার ভিত্তিতে আবেদনের বয়সসীমা উন্মুক্ত।