• বৃহস্পতিবার ২৭ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১২ ১৪৩১

  • || ১৯ জ্বিলহজ্জ ১৪৪৫

সর্বশেষ:
১৪০ জাতের আমের প্রদর্শনী রাষ্ট্রদূতকে কুয়েতে জনশক্তি রপ্তানিতে কাজ করার নির্দেশ রাষ্ট্রপতি গ্রামের নাগরিকদের জন্য সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সড়ক পরিবহন সচিব পদে পুন:নিয়োগ চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ ৬ হাজার প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নের রোড মডেল হয়েছে বিমানের পাইলট ঘাটতি কাটিয়ে উঠার নির্দেশ দিলেন মুহাম্মদ ফারুক খান দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের আহবান নাছিমের সুনামগঞ্জের শাল্লায় বন্যার্তদের মধ্যে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে আমবাগান পরিদর্শনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত

টাঙ্গুয়ার হাওরসহ সব পর্যটন স্পট বন্ধ ঘোষণা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৮ জুন ২০২৪  

গত কয়েকদিন ধরে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রতিদিনই নতুন নতুন এলাকায় পানি ঢুকে তলিয়ে যাচ্ছে। এমতাবস্থায় সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার দুর্গাপুর, শক্তিয়ারখলা ও আনোয়ারপুর সড়কে পানি উঠে যাওয়ায় তাহিরপুরের সঙ্গে সুনামগঞ্জ সড়ক তিন ধরে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় টাঙ্গুয়ার হাওরসহ তাহিরপুরের সব পর্যটন স্পট বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন জানান, সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। যদিও এখনো তাহিরপুরের বন্যা পরিস্থিতি ততটা খারাপ হয়নি, তারপরও যেকোনো সময় পরিস্থিতি খারাপ হতে পারে। আবার বৃষ্টিপাতের সঙ্গে প্রচুর বজ্রপাত হয়। পাহাড়ি ঢলে যাদুকাটাসহ নদ-নদীতে প্রবল স্রোত থাকে। এই খারাপ পরিস্থিতিতে এসে পর্যটকেরা বিপদে না পড়েন এবং পর্যটক যাতে বন্যা পরিস্থিতিতে এসে তাহিরপুরের আটকা না পড়েন, তাই পর্যটকের নিরাপত্তার কথা মাথায় রেখে তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরসহ সব পর্যটন স্পট বন্ধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে, সুনামগঞ্জের সব উপজেলায় বন্যা দেখা দিয়েছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী জানান, আগামী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতি আরো খারাপ হবে। এখন পর্যন্ত ৫১৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বন্যা দুর্গতের জন্য সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল