• মঙ্গলবার ০২ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ১৭ ১৪৩১

  • || ২৪ জ্বিলহজ্জ ১৪৪৫

আয়শা-আমান নূরানী হেফজখানার উদ্যোগে পুরস্কার বিতরণ সম্পন্ন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৯ জুন ২০২৪  

বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পূর্ব পালেগ্রামস্থ (সাতকানিয়া পাড়া) গাজী শাহ ইসমাইল কাদেরিয়া আয়শা-আমান নূরানী হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের তামাদ্দুনিক প্রতিযোগিতা'২৪ ইং এর পুরষ্কার বিতরণ, ঈসালে সওয়াব, দোয়া ও জিকির মাহফিল মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উত্তর সুখছড়ি ইসমাইল কাদেরিয়া দরবার শরীফের পীর সাহেব সৈয়দ মৌলানা নিজাম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী আ.ন.ম. ওহিদুল আলম। অনুষ্ঠানের শুভ উদ্ধোধক ছিলেন জলদি আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও গাজী শাহ ইসমাইল কাদেরিয়া আয়শা-আমান নূরানী হেফজখানা ও এতিমখানার পরিচালক এস. এম. শোয়াইবুর রহমান।

মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা ইয়াসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ ওয়ায়েজ হিসেবে আলোচনা করেন লোহাগাড়া পুঠিবিলা হামিদিয়া ফাজিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা জহিরুল ইসলাম ছানবি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জলদী আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অলি আহমদ, গারাংগিয়া দরবার শরীফের খাদেম হাফেজ মাওলানা আরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মর্তুজা আলীসহ মাদরাসার শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

যুগোপযোগী শিক্ষার ব্রত নিয়ে ২০২১ সালে প্রতিষ্ঠিত হওয়া গাজী শাহ ইসমাইল কাদেরিয়া আয়শা-আমান নূরানী হেফজখানা ও এতিমখানা এগিয়ে যাবে অনেকদূর এমনটাই প্রত্যাশা করেন বক্তারা।

আলোচনা শেষে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার প্রদান করা হয় ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল