• বুধবার ১৬ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ৩১ ১৪৩১

  • || ১১ রবিউস সানি ১৪৪৬

কামিন্দুর বিশ্বরেকর্ড, শক্ত অবস্থানে শ্রীলংকা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৪  

১৪৭ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে আগে যা কেউ করেনি, কামিন্দু মেন্ডিস সেই কীর্তি করে দেখালেন। অভিষেকের পর টানা আট টেস্টে পঞ্চাশোর্ধ ইনিংস খেলে গড়লেন বিশ্বরেকর্ড। গলে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টের প্রথম দিনই কামিন্দু গড়েন অনন্য এই রেকর্ড। বৃহস্পতিবার টসে জিতে ব্যাটিংয়ে নেমে দিন শেষে ৩ উইকেটে ৩০৬ রান তুলে শক্ত অবস্থানে রয়েছে শ্রীলংকা। ওয়ানডে মেজাজে ব্যাট করা কামিন্দু ৫৬ বলে ৮ চার ও এক ছক্কায় ৫১ রানে অপরাজিত আছেন। পাকিস্তানের সৌদ শাকিল টেস্ট অভিষেকের পর টানা সাত টেস্টে পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছিলেন। তার সেই রেকর্ড ভাঙলেন ২৫ বর্ষী লঙ্কান ক্রিকেটার। লাল বলের ক্রিকেটে প্রথম ছয় টেস্টে ফিফটি প্লাস ইনিংস খেলেছিলেন ভারতের সুনীল গাভাস্কার, ওয়েস্ট ইন্ডিজের বাসিল বুচার, পাকিস্তানের সাঈদ আহমেদ ও নিউজিল্যান্ডের ব্রেট সাটক্লিফ। স্বাগতিকদের হয়ে এদিন সেঞ্চুরি হাঁকিয়ে ২০৮ বলে ১৫ চারে ১১৬ রান করেন। অ্যাঞ্জেলো ম্যাথুজ ১৬৬ বলে ৬ চারে ৭৮ রানে অপরাজিত রয়েছেন। কিউইদের হয়ে একটি করে উইকেট নেন টিম সৌদি ও গ্লেন ফিলিপস।