• মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৬ ১৪৩১

  • || ০৫ রবিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তার আইন বাতিল আড়িয়াল বিল অবৈধ দখল মুক্ত করতে কঠোর পদক্ষেপের নির্দেশ টেলিটকের সেবার মান উন্নত করার নির্দেশ উপদেষ্টা নাহিদ ইসলামের আসামি পক্ষে আইনজীবী না থাকলে সহায়তা দেবে লিগ্যাল এইড ১১৫ জনের বিরুদ্ধে চট্টগ্রামে সাইবার ট্রাইব্যুনাল মামলা বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ সীমান্ত হত্যা ঢাকা-দিল্লি সম্পর্কে বড় বাধা : পররাষ্ট্র উপদেষ্টা সুন্দর বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের ঋণ শোধ করতে হবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদদের সম্মান জানাবে সরকার বিদেশি নাগরিকদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে

পাঁচ বছরের জন্য আফগান ক্রিকেটার নিষিদ্ধ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৭ আগস্ট ২০২৪  

আফগান ক্রিকেটার ইহসানউল্লাহ জানাতকে সব ধরনের ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। শাস্তি তৎক্ষণাৎ কার্যকর হবে বলে জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এই টপ অর্ডার ব্যাটারের পাঁচ বছরের নিষেধাজ্ঞার কথা নিশ্চিত করেছে তারা।
ইহসানউল্লাহর বিরুদ্ধে এ বছর কাবুল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরে এসিবি ও আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা ভঙ্গের অভিযোগ তুলেছে এসিবি।

এক বিবৃতিতে এসিবি জানিয়েছে, আইসিসির দুর্নীতি বিরোধী নীতিমালা ২.১. ১ ভঙ্গের কারণে দোষী সাব্যস্ত করা হয়েছে জানাতকে। এই আইন অনুসারে ম্যাচ পাতানোর জন্য অনৈতিক প্রভাব খাটানো, আচরণবিধি লঙ্ঘন এসব কারণে শাস্তি পেয়েছেন তিনি। সব ধরনের ক্রিকেট থেকে তাই পাঁচ বছর নিষিদ্ধ করা হয়েছে তাকে। জানাত শাস্তি মাথা পেতে নিয়েছেন। দুর্নীতিতে জড়িত থাকার কথাও স্বীকার করেছেন।

শুধু জানাতই নন, ম্যাচ পাতানোতে জড়িত থাকার সন্দেহে আরো তিন ক্রিকেটারের ওপর তদন্ত চালাচ্ছে এসিবির দুর্নীতিবিরোধী ইউনিট। তবে সেই তিন ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, এ বছরের ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে কাবুল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর। জানাত খেলেছেন শামসাদ ঈগলসের হয়ে। ৪ ম্যাচে ১৮ গড় ও ১৫০ স্ট্রাইকরেটে ৭২ রান করেন তিনি। ছয় দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টে ষষ্ঠ হয়েই শেষ করেছে শামসাদ ঈগলস।

২০১৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন ইহসানউল্লাহ জানাত। ৩ টেস্ট ও ১৬ ওয়ানডের সঙ্গে আন্তর্জাতিক টি-২০তে এক ম্যাচ খেলেন তিনি। ২০ ম্যাচে ২১.৮৫ গড়ে ৪৩৭ রান করেন আফগান এই টপ অর্ডার ব্যাটার। ২০২২ সালের জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ ম্যাচটাই আফগানিস্তানের জার্সিতে শেষ ম্যাচ জানাতের।