• মঙ্গলবার ০২ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ১৭ ১৪৩১

  • || ২৪ জ্বিলহজ্জ ১৪৪৫

সিরাজগঞ্জে বেড়েছে যমুনার পানি, নদীপাড়ে আতঙ্ক

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৯ জুন ২০২৪  

সিরাজগঞ্জে দ্রুত যমুনা নদীর পানি বৃ‌দ্ধি পাওয়ায় নদী ভাঙন দেখা দি‌য়ে‌ছে। ফ‌লে আতঙ্কে রয়েছেন নদী পাড়ের মানুষরা। শুক্রবার সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ১১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড গেজ রিডার মো. হাসান মামুন ডেইলি বাংলাদেশকে জানান, কিছুদিন কমার পর যমুনা নদীর পানি ফের হুট ক‌রে বাড়তে শুরু করেছে। পানি বৃদ্ধির ফলে যমুনার তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল বাঁধের অভ্যন্তরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়েছে। যমুনার দুর্গম চরাঞ্চল কাওয়াকোলা ইউনিয়নের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া মুন্সী ডেইলি বাংলাদেশকে বলেন, কিছুদিন পানি কমার পর শুক্রবার হঠাৎ পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। আমার ইউনিয়নের সয়াশাখা, বর্ণি গ্রা‌মের সব ফসলি জমি পাট, তিল, ভুট্টাসহ নানা প্রজাতির ফসল পানির নিচে তলিয়ে গেছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল