• বুধবার ১৬ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ৩১ ১৪৩১

  • || ১১ রবিউস সানি ১৪৪৬

মধুপুরে জমি-রাস্তা নিয়ে দুইপক্ষের বিরোধ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৪  

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন সোনাতন এলাকায় জমি ও রাস্তা নিয়ে দুইপক্ষের বিরোধ সৃষ্টি হয়েছে। এদিকে একপক্ষ কর্তৃক মসজিদ ভেঙে অন্য জায়গায় নতুন মসজিদ স্থাপনের পরিকল্পনা করাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে মধুপুর উপজেলাধীন ফুলবাগচালা ইউনিয়নের সোনাতন এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে মধুপুর উপজেলাধীন ফুলবাগচালা ইউনিয়নের সোনাতন এলাকার জামে মসজিদের জমিদাতা মো. চান মিয়ার সঙ্গে একই এলাকার ইউসুফ আলীর জমি ও রাস্তা নিয়ে দ্বন্দ্বের জেরে স্থানীয় লোকজন দুইপক্ষে বিভক্ত হয়। অপরদিকে, ইউসুফ আলীর পক্ষের লোকজন মসজিদ ভেঙে (টিনের চাল) অন্য জায়গায় নতুন করে মসজিদ তৈরি করার পরিকল্পনা করে। এর পরিপ্রেক্ষিতে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে আরো জানা গেছে, আগামীকাল শুক্রবার ইউসুফ আলীর পক্ষের লোকজন অন্য জায়গায় নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। সবার অনুমতি ব্যতীত মসজিদ ভেঙে অন্য জায়গায় নতুন করে মসজিদ তৈরির পরিকল্পনাকে কেন্দ্র করে পরবর্তীতে যেকোনো মুহূর্তে উভয়পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানা গেছে।