• শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৩ ১৪৩১

  • || ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশি তরুণ ফায়েজ বেলাল ডায়ানা অ্যাওয়ার্ডের বিচারক

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৪  

সামাজিক কাজে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে ব্রিটিশ রাজপরিবার থেকে সম্মানজনক ডায়ানা অ্যাওয়ার্ড পেয়েছিলেন বাংলাদেশের তরুণ উদ্যোক্তা ফায়েজ বেলাল। এবার সেই ডায়ানা অ্যাওয়াডের বিচারকের দায়িত্ব পেয়েছেন ফায়েজ বেলাল। জানা গেছে, ব্রিটিশ যুবরাজ চার্লসের প্রথম স্ত্রী প্রিন্সেস ডায়ানা জীবদ্দশায় শতাধিক সমাজসেবী সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। তার স্মরণে সমাজসেবায় যুক্ত তরুণদের ডায়ানা অ্যাওয়ার্ড দেওয়া হয়। প্রিন্সেস ডায়ানার দুই ছেলে উইলিয়াম ও হ্যারি সরাসরি এ কার্যক্রমের সঙ্গে যুক্ত। সমাজ বা মানবতার জন্য ইতিবাচক ভূমিকা রাখা ৯ থেকে ২৫ বছর বয়সী কিশোর-তরুণদের ডায়ানা অ্যাওয়ার্ডের জন্য এ বছর মনোনয়ন গ্রহণ শেষ হয়েছে ৭ আগস্ট। নভেম্বর-ডিসেম্বরের মধ্যে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হবে। এ বছর বিচারকদের মধ্যে আছেন দেশের তরুণ ফায়েজ বেলাল। তিনি বাংলাদেশ ইয়ুথ সোসাইটি (বিওয়াইএস) নামের একটি অলাভজনক সংস্থার প্রতিষ্ঠাতা। উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী থাকাবস্থায় বাংলাদেশ ইয়ুথ সোসাইটি (বিওয়াইএস) গড়ে তোলেন ফায়েজ বেলাল। মানসম্পন্ন শিক্ষা, জলবায়ু পরিবর্তন, নারী-পুরুষের সমঅধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখছে এ সংগঠন। ১০ বছরে তাদের নানা কার্যক্রমের অংশ হয়েছেন প্রায় ১০ লাখ মানুষ। এছাড়া ৭টির বেশি সামাজিক ব্যবসা পরিচালনা করছে সংগঠনটি। যার স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ডায়ানা অ্যাওয়ার্ড অর্জন করেন ফায়েজ বেলাল। ডায়ানা অ্যাওয়ার্ডের বিচারক হওয়ার অনুভূতি জানিয়ে ফায়েজ বলেন, আমি ২০২২ সালে যে অ্যাওয়ার্ড অর্জন করি, সেই অ্যাওয়ার্ডের একজন বিচারক হতে পেরে সত্যিই গর্বিত। এ কার্যক্রমের মাধ্যমে সারাবিশ্বের তরুণ নেতাদের কার্যক্রম সম্পর্কে জানতে পারবো। এটা নিশ্চয়ই আমার জন্য এক বড় সম্মানের।