• শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৩ ১৪৩১

  • || ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা ক্যাডারে একযোগে অধ্যাপক হলেন ৯২২ জন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৪  

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বড় পদোন্নতি দিয়েছে সরকার। ৯২২ জন সহযোগী অধ্যাপককে একবারে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা বর্তমান কর্মস্থলে পদায়িত (ইনসিটু) বলে গণ্য হবেন। তারা সেখান থেকে বেতন-ভাতা গ্রহণ করবেন। আর পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে কেউ শিক্ষা ছুটি বা লিয়েনে থাকলে তারা ছুটি শেষে যোগদান শেষে পদোন্নতির আদেশ জারি করা হবে। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর থেকে পুলিশ, প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ের সরকারি চাকরিজীবীদের পদোন্নতি দিচ্ছে অন্তর্বর্তী সরকার। এবার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বড় রকমের পদোন্নতি দেওয়া হলো।