• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

টেলিটককে দুর্নীতিমুক্ত করাই ডিলারদের মূল লক্ষ্য

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৪  

ন্যায্য পাওনা চেয়ে ও বিগত আওয়ামী লীগ সরকারের সব দুর্নীতি নিরসন করে টেলিটকে একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলার কথা বলেছেন রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের ডিলাররা। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন টেলিটক ডিলার’স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (টিডিএবি) সংগঠনের সদস্যরা। বক্তারা বলেন, বিগত স্বৈরাচার হাসিনা সরকারের আমলে টেলিটকের প্রতিটি সেক্টরে দুর্নীতি ভর করে ছিল। দুর্নীতির কারণে আমরা দেশের গ্রাহকদের কাছে সঠিকভাবে শক্তিশালী নেটওয়ার্কের সিম বিক্রয় করতে পারিনি। অন্যান্য মোবাইল অপারেটরদের কাছ থেকে মোটা অংকের ঘুষের বিনিময়ে টেলিটকের নেটওয়ার্ককে ডাউন ও কখনো কখনো অচল করে রাখতো দুষ্কৃতকারী অনেক কর্মকর্তারা। এতে আমরা গ্রাহকদের প্রাপ্য সেবাটিও প্রদান করতে ব্যর্থ হয়েছি। এ সময় বক্তারা আরো বলেন, বিগত সরকারের তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় লোবিং করে টেলিটককে একটি অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছে। এছাড়াও টেলিটকের পক্ষ থেকে আমরা যখন ডিলারশিপ নিয়েছি সে সময় এক লাখ টাকা থেকে ১৫ লাখ টাকার মতোও নেয়া হয়েছে। আমরা চাই যেসব ডিলারদের ডিলারশিপ বাদ দেওয়া হয়েছে তাদের নূন্যতম এক লাখ টাকা রেখে বাকি অর্থ ফিরিয়ে দেওয়া হোক। এ সময় টিডিএবি’র সমন্বয়ক নুরুল ইসলাম বলেন, আমরা সরকারকে এক সপ্তাহ সময় দেবো, এ মধ্যে আমাদের দাবি ও চাওয়া-পাওয়াগুলো মেনে নিতে হবে। আমরা শিগগরিই মন্ত্রণালয়ে স্মারক লিপিও প্রদান করবো। বিগত ১৫/১৬ বছর আওয়ামী লীগের অদৃশ্য শক্তি টেলিটকের সেবাখাতকে মারাত্মকভাবে আহত করেছে। দাবি মানা না হলে আমরা পরবর্তী কর্মসূচি কি হবে তা জানবো। এসময় অনুষ্ঠানে দেশের বিভিন্ন জোন থেকে উপস্থিত ছিলেন- টেলিটকের ডিলাররা।