• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

ফেনীতে বিমান বাহিনী পাঠ্যপুস্তক ও পানির পাম্প বিতরণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৪  

বাংলাদেশ বিমান বাহিনী বন্যাকবলিত এলাকা ফেনীর ছাগলনাইয়াতে আজ বুধবার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম শুরু করেছে। 
এরই ধারাবাহিকতায় বিমান বাহিনী কর্তৃক ফেনীর ছাগলনাইয়াতে অবস্থিত হাবিব উল্ল্যাহ খান উচ্চ বিদ্যালয়, সিংহ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ ও পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। বিমান বাহিনী বিশুদ্ধ পানির সংকট নিরসনকল্পে বন্যাকবলিত ওই এলাকায় পানির পাম্প বিতরণ করে। এছাড়াও বিমান বাহিনী কর্তৃক ছাগলনাইয়া ও তৎসংলগ্ন এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে আইপিএস প্রদান করা হয়। 
বন্যা দুর্গত এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর মেডিকেল ক্যাম্পেইন, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় বিমান বাহিনী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে ও থাকবে।