• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

নীলফামারীতে শিক্ষক সমাজের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৪  

জেলায় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ রক্ষায় সভার আয়োজন করে সদর উপজেলা শিক্ষক সমাজ। এ পসময় প্রধান অতিথির বক্তৃতা দেন- জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার। উপজেলা শিক্ষক সমাজের আহ্বায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে এবং নীলসাগর মডেল কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফার সঞ্চালনায় বক্তৃতা দেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহেল পারভেজ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, চাঁদেরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, পলাশবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার রায়, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লূৎফুল আলম চৌধুরী শুভ প্রমুখ। সভায় সম্প্রতি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষক হেনস্তা, পদত্যাগে বাধ্য করানোসহ বিভিন্ন হয়রানী করার খবরে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষক ও বিএনপি নেতৃবৃন্দ। এ রকম ঘটনার নিন্দা প্রকাশ করা হয় সভায়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম বলেন, শিক্ষার্থীদের দ্বারা শিক্ষক হেনস্তা হওয়ার এমন ঘটনা কোনভাবে কাম্য নয়। কিছু-কিছু এলাকায় এমন ঘটনার খবর আমরা জেনেছি। বিষয়গুলো খতিয়ে দেখা হবে। জেলা বিএনপির সভাপতি বলেন,‘আমরা শান্তির উপজেলা গড়তে চাই। সবাইকে নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই’।