• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

সেনাবাহিনীর অভিযানে মাদক উদ্ধার, গ্রেফতার ১

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৪  

কিশোরগঞ্জের ইটনায় সেনাবাহিনীর অভিযানে মাদককারবারি দেলোয়ার হোসেন দিলুকে বিদেশি মদ, ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন দিলু উপজেলার মৃগা ইউনিয়নের আমীরগঞ্জ বাজারহাটি গ্রামের মৃত মেহের আলীর ছেলে। মঙ্গলবার ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি দলের নেতৃত্বে উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ বাজারের পাশে মাদককারবারি দিলুর বাড়িতে অভিযান চালিয়ে ৬ বোতল বিদেশি মদ, ৮০ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা, ৬৩ হাজার নগদ টাকাসহ ধারালো চাকু উদ্ধার করে সেনাবাহিনী। স্থানীয় সূত্রে জানা যায়, মাদককারবারি দিলু দীর্ঘদিন ধরেই গোপনে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং একাধিকবার মাদকসহ গ্রেফতার হয়েছিল। অভিযোগ রয়েছে দিলু আদালত থেকে আগাম জামিন নিয়ে এলাকায় এসে আবার মাদক ব্যবসা শুরু করেন। এলাকাবাসীর দাবি দিলুকে যেন আইনের আওতায় রাখা হয়। অভিযান শেষে সেনাবাহিনী মাদককারবারি দিলুকে উদ্ধারকৃত মালামালসহ ইটনা থানায় হস্তান্তর করে। ইটনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহাব উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। এই অভিযানে থানা পুলিশের একটি দল সহযোগিতা করেছে।