• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন কবে, জানালেন ড. ইউনূস

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৪  

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সব প্রতিষ্ঠান, বিচার বিভাগ ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের পরই নির্বাচন হবে।
রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনারসহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফিকালে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেছেন, বিচার বিভাগ ভেঙে পড়েছে, দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে, পাতানো নির্বাচন হয়েছে। তরুণ সমাজ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে বেড়ে উঠেছে। রাজনৌতিক প্রভাবে ব্যাংক ডাকাতি হয়েছে। সবকিছু সংস্কারের পরই নির্বাচন হবে।

তিনি আরো বলেন, ছাত্র-জনতা সাধারণ মানুষের স্বাধীনতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তরুণ সমাজ বৈষম্যহীন, বন্ধুত্বপূর্ণ দেশ চায়।