• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

নতুন শিক্ষা কারিকুলাম বাতিল করতে হবে : এ. জেড. এম. জাহিদ হোসেন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৪  

 বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেছেন, অবিলম্বে নতুন শিক্ষা কারিকুলাম বাতিল করতে হবে। একইসাথে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বাতিল করার বিষয়ে শিগগিরই নীতিগত সিদ্ধান্ত নিতে হবে।
আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা  বলেন।
সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব মো. জাকির হোসেন।
জাহিদ হোসেন বলেন, শিক্ষক ও কর্মচারিদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাষ্ট পুনর্গঠন, অবসর বয়স ৬৫ বছর করাসহ চাকরি জাতীয়করণের কাজও  গতিশীল করতে হবে।
অনুষ্ঠানে সংগঠনের কো- চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক কাজী মো. মাইন উদ্দীন, অধ্যাপক এ. কে. এম. আব্দুল আউয়াল, অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, মো. আব্দুর রাজ্জাক, অধ্যাপক আলমগীর হোসেন প্রমুখ বক্তৃতা করেন।
সভাপতির বক্তৃতায় সেলিম ভূঁইয়া বলেন, নতুন কারিকুলাম ঘোষিত হওয়ার পর শিক্ষক-কর্মচারি ঐক্যজোট নতুন কারিকুলাম বাতিলের জন্য বিগত বছরগুলোয় বুদ্ধিবৃত্তিক আন্দোলন চালিয়ে আসছে। এসময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ববর্তী সরকারের আমলের গঠিত হওয়া সকল ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বাতিল করতে অন্তর্বর্তী সরকারের কাছে  জোর দাবি জানান।
অনুষ্ঠানের সঞ্চালক সংগঠনের মহাসচিব, প্রজ্ঞাপন জারি করে ফ্যাসিষ্ট সরকারের দেশ ধ্বংসের কারিকুলাম বাতিল করা এবং পাঠ্য পুস্তক সংশোধন করে সৃজনশীল পদ্ধতি প্রণয়ন করার ওপর গুরুত্বারোপ করেন।