• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

আরেক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৪  

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে নতুন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন থেকে এই দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে পালন করবেন তিনি। শুক্রবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। এছাড়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েরও দায়িত্ব পেয়েছেন। অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে। তার স্থলে সাবেক সেনা কর্মকর্তা লেফট্যানেন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে। গত ৮ আগস্ট ১৭ উপদেষ্টা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এদিকে শুক্রবার আরো চার উপদেষ্টা শপথ নিয়ে সরকারে যুক্ত হন।