• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

নরেন্দ্র মোদি ও ড. ইউনূসের ফোনালাপ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৪  

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনালাপ হয়েছে বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই জানিয়েছেন। এই ফোনালাপে ড. ইউনূস বাংলাদেশের হিন্দুদের পূর্ণ নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ফোনালাপে ড. মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে হিন্দুসহ সব সংখ্যালঘুর পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন।

নরেন্দ্র মোদি এক্সে দেওয়া পোস্টে লিখেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের কাছ থেকে ফোন পেয়েছি। বিরাজমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং অগ্রগামী বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছি। তিনি আমাকে বাংলাদেশের হিন্দুসহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ঐ দিনই তিনি দেশ ছেড়ে ভারতে পাড়ি জমান।

গত ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। ড. ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর ঐদিনই তাকে শুভকামনা জানিয়ে এক্সে পোস্ট দিয়েছিলেন নরেন্দ্র মোদি।