• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকা প্রণয়নে কমিটি গঠন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৪  

সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারকে সহায়তা প্রদানের উদ্দেশ্যে নীতিমালা প্রণয়ন এবং শহীদ ও আহত ব্যক্তিদের পরিচিতিসহ পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের লক্ষ্যে ১৩ সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মুহাম্মদ হুমায়ুন কবিরকে কমিটির আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়।  
আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবদুল হাই স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।
কমিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ছাড়াও মন্ত্রিপরিষদ বিভাগ (যুগ্মসচিবের নিম্নে নহে), স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, অর্থ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর (পরিচালকের নিম্নে নহে), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (পরিচালকের নিম্নে নহে) এবং স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিবকে সদস্য করা হয়।