• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

রাশিয়াকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে বাংলাদেশ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৪  

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ রাশিয়ান ফেডারেশনের সাথে পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেছেন।
বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিতস্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকা রাশিয়ার সঙ্গে বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প প্রতিষ্ঠা, গ্যাসক্ষেত্রে সক্রিয় সহযোগিতা ও বাণিজ্য খাতে সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী।
তৌহিদ বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাশিয়ান ফেডারেশনের অকুণ্ঠ সমর্থনের কথাও স্মরণ করেন।
বৈঠকের শুরুতে, রাষ্ট্রদূত হোসেনকে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে তার  মেয়াদে বাংলাদেশ-রাশিয়া দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।
তিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে সম্বোধন করা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের একটি অভিনন্দন বার্তাও হস্তান্তর করেন। 
বার্তায় রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, মস্কো সব ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও  জোরদার করার জন্য বাংলাদেশের পররাষ্ট্র দফতরের সঙ্গে ফলপ্রসূ সহযোগিতা অব্যাহত রাখার অপেক্ষায় রয়েছে।
তৌহিদ হোসেনের কাছে পাঠানো অভিনন্দন বার্তায় লাভরভ বলেন, ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক বন্ধুত্বের সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, আমাদের দু’দেশের জনগণ এ ঐতিহ্যগত বন্ধনে আবদ্ধ।’