• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

বিজিবির সহায়তায় রংপুর ও খুলনা রেঞ্জের ২১ থানায় ফের কার্যক্রম শুরু

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৪  

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিরাপত্তা সহায়তায় পুলিশের রংপুর ও খুলনা রেঞ্জের সীমান্তবর্তী ২১টি থানায় ফের কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) বিকেলে বিজিবি সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, সহিংসতায় এসব থানা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। বিজিবির সহায়তায় থানার কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং তার দেশত্যাগের পর দেশের বিভিন্ন স্থানে থানায় হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। অনেক থানায় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় বেশকিছু পুলিশ সদস্যকে হত্যা করা হয়। নিরাপত্তাহীনতার কারণে অনেক পুলিশ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তা আত্মগোপন করেন। ভেঙে পড়ে চেইন অব কমান্ড। কর্মবিরতির ঘোষণা দেয় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। 

ফলে দেশের বেশিরভাগ থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে থানাগুলোর নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে। এখন সেনাবাহিনী ও বিজিবির নিরাপত্তা সহায়তায় বিভিন্ন থানায় ফের কার্যক্রম শুরু করা হয়েছে।