• শনিবার ২৯ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১৫ ১৪৩১

  • || ২১ জ্বিলহজ্জ ১৪৪৫

সিলেটে ঝুঁকির মুখে বিদ্যুৎ উপকেন্দ্র, রক্ষায় সেনাবাহিনী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ জুন ২০২৪  

সিলেটে সুরমা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ঝুঁকির মুখে পড়েছে দক্ষিণ সুরমার বরইকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র। মঙ্গলবার (১৮ জুন) দুপুরে সুরমা নদীর পানি বিপৎসীমার মিলিমিটার ওপর দিয়ে বইছিলো। এতে করে নদীতীরবর্তী বিভিন্ন স্থাপনা প্লাবিত হয়ে পড়ে। সবচেয়ে বেশি ঝুঁতির মুখে পড়ে দক্ষিণ সুরমার বরইকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র। এদিকে তালতলায় ফায়ার সার্ভিস স্টেশন তলিয়ে গেছে বন্যার পানিতে। এ অবস্থায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর আহবানে সাড়া দিয়ে বেলা ৪টার দিকে উপকেন্দ্র নিরাপদ রাখতে করণীয় নির্ধারণে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় সেনাবাহিনীর সদস্যদের সাথে সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে বেলা সাড়ে ৪টার দিকে ঝুঁকিতে পড়া বিদ্যুৎ উপকেন্দ্র রক্ষায় কাজ শুরু করে সেনাবাহিনীর সদস্যরা। সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, নগরবাসীর জানমাল রক্ষায় আমরা বদ্ধপরিকর। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে সিসিকের সকল কর্মকর্তা, কর্মচারির ছুটি বাতিল করা হয়েছে। বিদ্যুৎ উপকেন্দ্র ঝুঁকির মুখে পড়ায় ১৭ পদাতিক সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা আমার আহবানে সাড়া দিয়ে বিদ্যুৎ উপকেন্দ্রটি পরিদর্শণ করেছেন। এদিকে বন্যার কারণে সিলেট নগরীর তালতলা ফায়ার সার্ভিস স্টেশন পানিতে তলিয়ে যাওয়ায় যন্ত্রপাতি ও উদ্ধার সামগ্রী প্লাবিত হয়ে পড়েছে। পাশাপাশি বিভিন্ন আবাসিক হোটেলেও পানি ঢুকেছে। এর আগে সিলেট নগরীতে গত ২ জুন থেকে শুরু হওয়া বন্যায় ঝুঁকির মুখে পড়ে এ বিদ্যুৎ উপকেন্দ্র। ওই সময়ে সেনাবাহিনীর সহযোগিতায় নদীর তীরে বালির বস্তা ফেলে উপকেন্দ্র রক্ষা করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল