• বুধবার ১৬ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ৩১ ১৪৩১

  • || ১১ রবিউস সানি ১৪৪৬

কার্টুনে বিদ্রোহ তুলে ধরেছেন শিল্পীরা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৪  

দেশের প্রতিটি মানুষ এই মুহূর্তে রাজনীতি সচেতন, প্রতিটি আড্ডা রাজনৈতিক আলাপে মুখর। মানুষ প্রাণ খুলে কথা বলছে, অন্যের মতামত গ্রহণ করছে, উপভোগ করছে বাকস্বাধীনতা। অথচ কিছুদিন আগেও দেখা যেত মত প্রকাশে কী অদ্ভুত সংকোচ! রাজনৈতিক ঘটনা জাতীয় জীবনে ঘটে চলেছিল অহরহ, কিন্তু এ নিয়ে কার্টুন একেবারে হাতেগোনা। গতকাল বিকালে পান্থপথের দৃক গ্যালারিতে উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমা। ছাত্র-জনতার আন্দোলনের সময় প্রকাশিত ৩০০এর বেশি কার্টুন দিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে গ্যালারি। বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন, দৃক ও ইআরকির যৌথ আয়োজনের এই প্রদর্শনী শেষ হবে ২৩ আগস্ট শুক্রবার। উমামা বলেন, যারা করে গেছেন, তাদেরও মাথায় রাখতে হয়েছে অনেক আশঙ্কা, ভীতি। সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সৈরাচারের পতনের পর ভয়কে দূর করে জেগে উঠেছে শিল্পীরাও। কার্টুনে কার্টুনে বিদ্রোহ তুলে ধরেছেন তারা। রংতুলিতে এঁকেছেন সৈরশাসনের নির্যাতনের নানা বীভৎস দৃশ্য। নারকীয় সেসব দৃশ্য নিয়ে দৃক গ্যালারিতে শুরু হলো ‘কার্টুনে বিদ্রোহ’ শিরোনামের প্রদর্শনী।