• মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৭ রবিউস সানি ১৪৪৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হলেন সাইফুদ্দীন আহমদ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৪  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-২) স্বাক্ষরিত এক পত্রে তাকে এ নিয়োগ দেয়া হয়। নিয়োগ পত্রে উল্লেখ করা হয়েছে, উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রক্টর হিসেবে সাইফুদ্দীন আহমদকে কাজে যোগদানের তারিখ থেকে প্রচলিত শর্তে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিয়োগ প্রদান করেছেন। বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যে কোন সময় এ নিয়োগ বাতিল করা যাবে বলে এতে উল্লেখ করা হয়। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ বৃধবার বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউশনের ছয়জন শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন। তারা হলেন-আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা. রফিকুল ইসলাম (কলা অনুষদ), সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার (সামাজিক বিজ্ঞান অনুষদ), ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম (বিজনেস স্টাডিজ অনুষদ), রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. এ কে এম নূর আলম সিদ্দিকী (বিজ্ঞান অনুষদ), লোক প্রশাসন বিভাগের শেহরীন আমিন ভূঁইয়া এবং ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির প্রভাষক মো. দেলোয়ার হোসেন (সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট এর পদের বিপরীতে)।