• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনায় দায়ীদের বিচারে হাইকোর্টের রুল

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৪  

কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে নিহতের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিচারের নির্দেশ কেন দেয়া হবে না? তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট বিভাগ।
এ সংক্রান্ত এক রিটের শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তানভীর আহমেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল অনিক আর হক ও ডেপুটি এটর্নি জেনারেল রেদোয়ান আহমেদ রানজীব।
গত ১৩ আগস্ট হাইকোর্ট বিভাগে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ।