• শনিবার ২৯ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১৫ ১৪৩১

  • || ২১ জ্বিলহজ্জ ১৪৪৫

হবিগঞ্জে মায়ের গলা কেটে হত্যার ঘটনায় পুত্রের মৃত্যুদন্ড

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ জুন ২০২৪  

জেলার নবীগঞ্জ উপজেলার আদিত্যপুর গ্রামে আঙ্গুরা বেগমকে গলা কেটে হত্যার ঘটনায় তার ছেলে ফজল মিয়াকে মৃত্যুদন্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ ইয়াসির আরাফাত এই দন্ডাদেশ প্রদান করেন। তবে রায় ঘোষণাকালে আসামী পলাতক ছিল। বুধবার দুপুরে ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট হাবিবুর রহমান খান এই তথ্য নিশ্চিত করেন। আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৯ অক্টোবর তুচ্ছ বিষয় নিয়ে আঙ্গুরা বেগমকে গলা কেটে হত্যার পর পালিয়ে যায় তার সন্তান ফজল মিয়া। ওই দিনই আঙ্গুরা বেগমের ভাই বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের আব্দুর রশিদ বাদী হয়ে ফজল মিয়াকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। পরে নবীগঞ্জ থানার এসআই সফিকুল ইসলাম ওই বছরের ২১ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১২জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার বিকেলে উল্লেখিত রায় প্রদান করেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল