• শনিবার ২৯ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১৫ ১৪৩১

  • || ২১ জ্বিলহজ্জ ১৪৪৫

হবিগঞ্জে চা শ্রমিকের সন্তানকে খুনের ঘটনায় এক জনের যাবজ্জীবন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৫ জুন ২০২৪  

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শতক গ্রামে সন্তোষ কর্মকার নামে এক চা শ্রমিক সন্তানকে খুনের ঘটনায় মাসুম আহমেদ কাইসু (৪০) নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। একই সাথে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ বছরের কারাদন্ড প্রদান করা হয়। জরিমানার টাকা পাবে সন্তোষের পরিবার। 
আজ বুধবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ মো. আজিজুল হক এই রায় প্রদান করেন। দন্ডাদেশপ্রাপ্ত মাসুম আহমেদ কাইসু নবীগঞ্জ উপজেলার মনোহর আলীর ছেলে। রায় ঘোষণাকালে সে আদালতে উপস্থিত ছিল।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের স্টেনোগ্রাফার মুখলেছুর রহমান জানান, বাহুবল উপজেলার রামপুর চা বাগানের শ্রমিক অনু কর্মকারের ছেলে সন্তোষ কর্মকার নবীগঞ্জ উপজেলার শতক গ্রামের গৌরাপদ গোস্বামীর বাড়ীতে কাজ করত। ২০১০ সালের ১৮ নভেম্বর পূর্ব বিরোধকে কেন্দ্র করে মাসুম আহমেদ কাইসু ছুরিকাঘাত করে সন্তোষকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখে। 
পরদিন বাড়ীর মালিক গৌরাপদ গোস্বামী অজ্ঞাত নামা আসামীদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্তকালে মাসুম আহমেদ কাইসুকে সন্দেহভাজন হিসাবে গ্রেফতার করলে সে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করে। ২০১১ সালের ১০ ফেব্রুয়ারি নবীগঞ্জ থানার গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই ইয়াছিনুল হক মাসুম আহমেদ কাইসুর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন্। ১১ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে বুধবার বিজ্ঞ আদালত উপরোক্ত রায় প্রদান করেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল