• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

জামালপুরে ধানক্ষেতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৪  

জামালপুরের মাদারগঞ্জে ধানক্ষেতে কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ে আব্দুর রশিদ (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার দক্ষিণ গাবেরগ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের নবাব আলী খানের ছেলে।
নিহতের খালাত ভাই মোবারক হোসেন খান জানান, শুক্রবার আব্দুর রশিদ তার ধানক্ষেতে কাজ করার সময় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। সঙ্গে সঙ্গে সাপটিকে মেরে ফেলেন স্থানীয়রা। পরবর্তীতে তার শরীরে প্রতিক্রিয়া দেখা দিলে তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

পরে অবস্থার অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে পৌঁছালে সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় খাদেমুল ইসলাম বলেন, কিছুদিন ধরে মাদারগঞ্জ উপজেলায় বিষাক্ত সাপের উপদ্রব বেড়ে গেছে। গত কয়েক মাসে সাপের কামড়ে বেশকিছু রোগী মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। কিন্তু রশিদকে হয়তো বিষাক্ত সাপে কামড়েছিল। তাই সে মৃত্যুর কোলে পতিত হয়েছে।