• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ২ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

নওগাঁয় হত্যা মামলায় ২৬ জনের যাবজ্জীবন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৪  

জেলায় ২৬ বছর আগের এক হত্যা মামলার রায়ে ২৬ জন আসামির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। 
নওগাঁ’র অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিজ্ঞ বিচারক মো. মোখলেছুর রহমান সোমবার দুপুরে এই রায় প্রদান করেন। 
মামলার মোট অসামি ছিল ৩৪ জন। মামলা চলাকালে ইতিমধ্যেই আটজন আসামি মৃত্যুবরণ করেছে। রায় শুনানীর সময় ২২ জন আসামী আদলতে উপস্থিত ছিল। চারজন পলাতক ছিল। 
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুর রহমান জানিয়েছেন- ১৯৯৮ সালে জমিজমা সম্পর্কিত বিরোধের জের ধরে মান্দা উপজেলার ভরট্ট শিবনগর গ্রামে এই হত্যাকান্ড সংঘটিত হয়। মামলার বিবরণে জানা গেছে- গত ১৯৯৮ সালের ২ ডিসেম্বর সকাল ৬টায় ভরট্ট শিবনগর গ্রামের আজিম উদ্দিন (৫৫) বিবাদমান জমিতে চাষ দেয়ার জন্য গেলে প্রতিপক্ষের লোকজন সংগঠিতভাবে লাঠিসোটা, হাসুয়া ইত্যাদি নিয়ে তার উপর হামলা চালায়। সকাল ৭ টা ৩০ মিনিটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 
ওইদিন বেলা ২টা ৩৫ মিনিটে নিহতের পুত মো. আমজাদ হোসেন বাদি হয়ে মান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ২ তারিখ ২/১২/৯৮। জিআর মামলা নম্বর ৩৬৬/৯৮ এবং সেশন মামলা নম্বর ১০৫/৯৯। মামলা তদন্ত শেষে মোট ৩৪ জন আসামির নাম উল্লেখ করে বিচারের জন্য আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ইতিমধ্যে আটজন আসামির মৃত্যু হয়েছে। দীর্ঘ শুনানী স্বাক্ষ্য গ্রহণ শেষে সোমবার দুপুরে বিজ্ঞ বিচারক আসামীদের বিরুদ্ধে ৩০২ ও ৩৪ ধারার শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় অবশিষ্ট ২৬ জন আসামির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ড, প্রত্যেকের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেছেন।
দন্ডপাপ্ত আসামীরা হলো জেহের আলীর পুত্র মনছুর আলী, আজিমুদ্দিন মন্ডলের পুত্র আলতাব হোসেন মন্ডল, সাহেব আলী মন্ডলের পুত্র এনামুল হক, মনছুর রহমানের পুত্র দেলোয়ার হোসেন, তবির আলীর পুত্র ফজের আলী, ফজলুর রহমান, কাদের আলী, শাহজাহান আলীর পুত্র জবেদ আলী, মৃত ময়েজ উদ্দিনের পুত্র কাজেমুদ্দিন, মৃত তয়েজ উদ্দিনের পুত্র অহিদুল ইসলাম (রহিদুল), মৃত রিয়াজ উদ্দিনের পুত্র আছিব উদ্দিন, নুরুল ইসলঅমের পুত্র আনিছার রহমান, তবীর আরীর পুত্র মোখলেছুর রহমান, মৃত জেহের আলী মন্ডলের পুত্র কাশেম আলী মন্ডল, এনায়েত আলী প্রামানিকের পুত্র লিয়াকত আলী প্রামানিক, শাহজাহান আলীর পুত্র মোখলেছুর রহমান, মফিজ উদ্দিনের পুত্র জালাল, তবীর আলীর পুত্র মোজাহার আলী ওরফে মোজাফ্ফর আলী, মৃত হাজী সমির উদ্দিনের পুত্র শাহাজাহান, মৃত তয়েজ উদ্দিনের পুত্র ছাইদুর রহমান, মনসুর আলী প্রামানিকের পুত্র পৈক্যা (বুলু), মৃত মেরেজ আলী মৃধার পুত্র আজাদ আলী মৃধা, আশরাফুল মৃধা, মৃত মহির উদ্দিন মন্ডলের পুত্র কলিমুদ্দিন মন্ডল, তবির আলী প্রামানিকের পুত্র পটল ওরফে পরশ উল্যা প্রামানিক  এবং তকীমুদ্দিনের পুত্র গুল মাসুদ ওরফে কালু। 
এদের মধ্যে পলাতক আসামিরা হলো- মোখলেছুর রহমান, এনামুল হক, আনিছুর রহমান ও মোজাহার পলাতক রয়েছে।  
রাষ্ট্রপক্ষে এপিপি এড. শামসুর রহমান ও আসামী পক্ষে এড. রফিকুল ইসলাম-১ মামলাটি পরিচালনা করেন।