• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

দিনাজপুরে তাবলীগ জামাতের ৩ দিনব্যাপী ইজতেমা সম্পন্ন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৪  

জেলায় আখেরি মুনাজাতের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী তাবলিগ জামাতের ইজতেমা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১২টায় দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে তিন দিনব্যাপী তাবলিগ জামাতের ইজতেমার শেষ দিনে আখেরি মুনাজাতে ছিল সর্বস্তরের মানুষের ঢল। মুনাজাত পরিচালনা করেন- ঢাকা কাকরাইলের মুরব্বি ও তাবলিগ জামাতের জিম্মাদার মাওলানা মো. ওয়াসিকুল ইসলাম। আখেরি মোনাজাত দুপুর ১২টা ৩১ মিনিটে শুরু হয়ে দুপুর ১২টা ৪৩ মিনিটে শেষ হয়। ১২ মিনিটের মুনাজাতে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সব মুসলমানদের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা হেফাজত কামনা করা হয়।
সকাল থেকে বেলা সাড়ে ১০টার মধ্যে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে ইজতেমা মাঠ ও আশপাশের এলাকা লোকে-লোকারণ্য হয়ে উঠে।মুনাজাতে প্রায় লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেছে বলে ইজতেমার আয়োজক অধ্যাপক মো. আব্দুল হাকিম দাবি করেন।
দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ জানান, ইজতেমায় আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইজতেমা মাঠের চারপাশে মুসল্লিদের নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ গোয়েন্দা বিভাগের সদস্য মোতায়েন ছিল। ফলে শান্তিপূর্ণভাবে ইজতেমার কার্যক্রম সম্পূর্ণ হয়েছে।
দিনাজপুর তাবলীগ জামাতের জিম্মাদার মো. মেহেরুল ইসলাম জানান, এর আগে ২০১৭ সালের ৩১ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত প্রথমবারের মত, ২০২২ সালের ৩১ মার্চ হতে ২ এপ্রিল পর্যন্ত দ্বিতীয়বারের মত এবং ২০২৩ সালের ২ মার্চ হতে ৪ মার্চ দিনাজপুরে তিন দিনব্যাপী তাবলিগ জামাতের জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল।