• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাগারে

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৪  

বিস্ফোরক মামলায় সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। শনিবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে শুনানি শেষে বিচারক রাজীব কুমার রায় এ আদেশ দেন। এর আগে, গতকাল রাতে রুহিয়ার রামনাথের নিজবাড়ি থেকে তাকে আটক করে আজ দুপুরে বিস্ফোরক দ্রব্য আইন মোতাবেক আদালতে পাঠানো হয়৷ ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ ওয়াহিদ জানান, অসুস্থ থাকায় রমেশ চন্দ্র সেনকে রিমান্ডে চাওয়া হয়নি। পরবর্তীতে তাকে রিমান্ডে নেয়ার আবেদন করা হবে। জানা গেছে, গতকাল শুক্রবার ঠাকুরগাঁও সদর থানায় ৪০ জনের নাম উল্লেখ করে এবং নাম না জানা ৩০০ জনের বিরুদ্ধে মামলাটি করেন সদর উপজেলার হাজীপাড়ার বাসিন্দা রিপন ওরফে বাবু। এ মামলার প্রধান আসামি রমেশ চন্দ্র সেন। পরে তাকে ঠাকুরগাঁও জেলা কারাগার থেকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে৷