• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ১৫

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৪  

জেলার সরাইল উপজেলায় আজ দিগন্ত পরিবহ বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গিয়ে এক নারী যাত্রী নিহত হয়েছেন।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ যাত্রী। 
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 
নিহত হাজেরা খাতুন (৪৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদর ইউনিয়নের মোগলটুলা গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার স্ত্রী। 
অন্যদিকে, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। 
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে হবিগঞ্জের মাধবপুর অভিমুখে যাচ্ছিল দিগন্ত পরিবহনের একটি লোকাল বাস। বাসটি সরাইল উপজেলার বৈশামুড়া নামক স্থান এলাকায় পৌঁছালে বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের একপাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের এক মহিলা যাত্রী নিহত হন। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। 
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার সান্যাল জানান, যাত্রীবাহি বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।