• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

কাজিপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৪  

সিরাজগঞ্জের কাজিপুরে ৪ দফা দাবিতে রেজিস্ট্যান্স উইক কর্মস‚চির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মস‚চি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১ টায় উপজেলার শহীদ এম মনসুর আলী সরকারি কলেজ ক্যাম্পাসে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রিত হন। এরপর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল'টি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে উপজেলা সদর প্রদক্ষিণ করে। পরে তারা উপজেলা সদর মাঠে অবস্থান নিয়ে নানা স্লোগান দেয়। এসময় তারা ছাত্র জনতা হত্যার বিচারের দাবি জানায়। সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান তুলে ধরে সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী পিয়াল হাসান, অন্তর, মেহেদী হাসান, সনেট, রফিক, শিশির রানা, লাকি, শানু, সারমিন প্রম‚খ।