• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

শেখ হাসিনার বিচারের দাবিতে বকশীগঞ্জ যুবদলের বিক্ষোভ মিছিল

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৪  

কোটা আন্দোলনে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার ও ফাঁসির দাবিতে জামালপুরের বকশীগঞ্জে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে বুধবার (১৪ আগস্ট) দুপুরে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতা কর্মীরা শেখ হাসিনার ফাঁসি চেয়ে প্রকম্পিত করে তুলেন রাজপথ। এসময় ¯েøাগানের নগরীতে পরিণত বকশীগঞ্জ পৌর শহর। 
মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভায় উপজেলা যুবদলের আহŸায়ক বিপ্লব সওদাগরের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহŸায়ক মানিক সওদাগর। 
অন্যান্যের মধ্যে পৌর বিএনপির আহŸায়ক জাহিদুল ইসলাম প্রিন্স, বিএনপি নেতা আবদুল হামিদ,  উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, পৌর যুবদলের আহŸায়ক শাকিল তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী, উপজেলা বিএনপির যুগ্ন আহŸায়ক রফিকুল ইসলাম কারী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহীন সওদাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তুলন, পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহমেদ সুজন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীম, ধানুয়া কামালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোশারফ হোসেন , নিলক্ষিয়া যুবদল সভাপতি শরীফ উদ্দিন সহ বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা যুবদল, পৌর যুবদল, উপজেলা স্বেচ্ছাসেবক , ছাত্রদল সহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 
বক্তারা অবিলম্বে খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে ফাঁসি কার্যকর করার দাবি জানান। 
অপরদিকে বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আশিকুর রহমান তুলনের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।