• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম জামেয়া মহিলা মাদরাসায় আলিমের ছবক প্রদান সম্পন্ন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৪  

বুধবার সকাল ১০ টায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদরাসার আলিম ১ম ও ২য় বর্ষের ছবক প্রদান অনুষ্ঠান মাদরাসা মিলনায়তনে অধ্যক্ষ মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে ।

পবিত্র কুরআন তেলাওয়াত ও নাতে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সবক অনুষ্ঠানে শিক্ষার্থীদের কে মিশকাত শরীফ হতে সবক প্রদান করেন- জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার সুযোগ্য প্রধান মুফতি, মুফতিয়ে আযম, আল্লামা কাজী আব্দুল ওয়াজেদ মু,জি,আ।

মাদরাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দীন তাঁর বক্তব্যে বলেন- এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান- ১৯৯৬ সালে আওলাদে রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ মুঃ জিঃ আঃ এর নুরানি হাতে প্রতিষ্ঠার পর হতে ইসলামী আদর্শালোকে নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে এবং প্রতিটি বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করছে। তাছাড়া বর্তমানে মহিলা মাদরাসার শিক্ষার্থীরা দেশে-বিদেশে সফলতা উজ্জ্বল দৃষ্টান্ত রেখে চলেছে। 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন- তোমরা নিয়মিত ক্লাস ও পড়াশোনা করবে, মা-বাবার কথা শুনবে এবং পাঁচ ওয়াক্ত নামায আদায় করবে তাতে তোমাদের সফলতা আসবে এবং নারী শিক্ষার জন্য এই শিক্ষা প্রতিষ্ঠান সুন্নি জগতে অনন্য মহিলা মাদরাসা হিসেবে আখ্যায়িত করেন। 
  
এতে মাদরাসার উপাধ্যক্ষ ড. সাইফুল আলমসহ সকল শিক্ষক- শিক্ষিকা , শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচরী উপস্থিত ছিলেন।

পরিশেষে মিলাদ-কিয়াম, শিক্ষার্থীদের সার্বিক, সফলতা, প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ বিশ্ববাসীর কল্যাণ এবং মুক্তি কামনা করে দোয়া-মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

ছবি ক্যাপশন- সবক প্রদান শেষে মুনাজাত করছেন মুফতি আল্লামা কাজী আব্দুল ওয়াজেদ মু,জি,আ।