• বৃহস্পতিবার ০৪ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ১৯ ১৪৩১

  • || ২৬ জ্বিলহজ্জ ১৪৪৫

করিমগঞ্জে ২২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১ জুলাই ২০২৪  

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২২ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে র‍্যাব-১৪। সোমবার বিকেল সাড়ে ৩টায় করিমগঞ্জ উপজেলার বালিখোলা ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরা হলেন- নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. আবুল বাশেদ শিমুলের ছেলে মো. ইমরান হোসেন (২১) ও নেত্রকোনা জেলার সহশ্রী গ্রামের মো. আ. সালামের ছেলে শেখ শরিফুল ইসলাম (১৯)। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের বালিখোলা ফেরী ঘাটে অবস্থিত ‘মায়ের দোয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট’ এর সামনে তল্লাশি চৌকি স্থাপন করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হাতে থাকা একটি ব্যাগ ও একটি ট্র্যাঙ্কের ভেতর থেকে ২২ কেজি গাঁজা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র‍্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে আটক অভিযুক্তরা জানায়, তারা এসব গাঁজা হবিগঞ্জ জেলা থেকে সংগ্রহ করে সেগুলো পাইকারি বিক্রি করার জন্য ময়মনসিংহ জেলার ভালুকা এলাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এ ঘটনায় আটক অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র‍্যাব।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল