• বৃহস্পতিবার ০৪ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ১৯ ১৪৩১

  • || ২৬ জ্বিলহজ্জ ১৪৪৫

রাজধানীতে নকল পণ্য বিক্রির অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১ জুলাই ২০২৪  

নকল কসমেটিকস, বৈদ্যুতিক তার, মোবাইলের ব্যাটারি ও নকল মবিল উৎপাদন, মজুদ ও বিক্রির অপরাধে রাজধানীর বংশাল ও কেরাণীগঞ্জ এলাকায় ৭টি প্রতিষ্ঠানকে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল বাসস'কে জানান, রোববার দুপুর ১২টা থেকে রাত সাড়ে ১১ টা পর্যন্ত র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে গঠিত একটি দল ঢাকার কেরাণীগঞ্জ ও বংশাল এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব নকল পণ্য মজুদ ও বিক্রি করার অপরাধে তাদেরকে এ জরিমানা প্রদান করেন। এ সময় বিএসটিআই’র প্রতিনিধি উপস্থিতি ছিলেন। র‌্যাব জানিয়েছে, জনসন বেবি লোশন নকল কারখানাকে ১ লাখ ৫০ হাজার টাকা, ময়ূর ডিটারজেন্ট পাউডার’কে ১ লাখ ৫০ পঞ্চাশ হাজার টাকা, এম.সি.ভি. টেলিকম’কে ৫০ হাজার টাকা, গে¬ারি জাফরান বিউটি সোপ’কে ২ লাখ টাকা, ফাইম ক্যাবল’কে ২ লাখ টাকা, এ.আর. এন্টার প্রাইজ’কে ৫ লাখ টাকা এবং সানসিল্ক, ডাব সেম্পু নকল টিউব তৈরী কারখানা’কে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া, মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে আনুমানিক দুই লাখ ত্রিশ হাজার টাকা মূল্যের নকল কসমেটিকস ধ্বংস করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল