• বৃহস্পতিবার ০৪ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ১৯ ১৪৩১

  • || ২৬ জ্বিলহজ্জ ১৪৪৫

কাঠালিয়ায় ৬২৫০ কৃষকের মধ্যে সার-বীজ ও নারিকেলের চারা বিতরণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১ জুলাই ২০২৪  

জেলার কাঠালিয়া উপজেলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে নারিকেলের চারা, সার ও বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে কৃষি প্রণোদনা ও পূর্ণবাসন কর্মসূচির আওতায় কাঠালিয়া উপজেলা প্রসাশন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ধান ও নারিকেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক ৬ হাজার ২৫০ জন কৃষকের মধ্যে নারিকেল গাছের চারা ও সার-বীজ বিতরণ করা হয়। 
উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে এসব তুলে দেন। ৬০০ কৃষককে পাঁচটি করে নারিকেল চারা এবং ৫ হাজার ৬৫০ জনকে বিঘাপ্রতি ২০ কেজি করে সার ও পাঁচ কেজি করে বীজ প্রদান করা হয়েছে। 
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম। উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ভূমি সঞ্জয় দাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ মো. আব্দুল জলিল মিয়াজী,  উপজেলা সমাজসেবা অফিসার মো. দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. রায়হানুল ইসলাম।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল