• মঙ্গলবার ০২ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ১৭ ১৪৩১

  • || ২৪ জ্বিলহজ্জ ১৪৪৫

হজে পালনে সিলেট থেকে হেঁটে রওয়ানা ফয়সলের

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৯ জুন ২০২৪  

হেঁটে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সিলেট থেকে রওয়ানা দিয়েছেন ফয়সল আহমদ সাগর নামে এক যুবক। তিনি মৌলভীবাজারের বড়লেখার হাটবল গ্রামের মৃত মঞ্জিল আলীর ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে সিলেট মহানগরীর খাসদবির বাদামবাগিচা এলাকায় বসবাস করেন। শুক্রবার বেলা ২টায় সৌদি আরবের উদ্দেশে হযরত শাহজালালের (রহ.) মাজার এলাকা থেকে হেঁটে যাত্রা শুরু করেন। হেঁটে হজ পালন যাত্রার বিষয়ে ফয়সল বলেন, গত বছর আমি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলাম। এরপর থেকে মনে মনে ইচ্ছা পোষণ করি আমি পূর্ণ সুস্থ হয়ে হেঁটে পবিত্র কাবা তাওয়াফ করব, হজ করব। তাই পরিবারের অনুমতি নিয়ে আজ হযরত শাহজালাল (রহ.) দরগাহে নামাজ আদায় করে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে হেঁটে সৌদি আরব রওয়ানা দিয়েছি। যাত্রাপথ নিয়ে ফয়সল বলেন, এখান থেকে বিয়ানীবাজারের সুতারকান্দি স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারত যাব। ভারত থেকে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত হয়ে সৌদি আরব যাব। সৌদি যেতে বছরখানেক সময় লাগবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল