• মঙ্গলবার ০২ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ১৭ ১৪৩১

  • || ২৪ জ্বিলহজ্জ ১৪৪৫

টাকা জমার স্বপ্নে মাটির ব্যাংক কিনতে যাচ্ছিল আননুন, অতঃপর...

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৯ জুন ২০২৪  

১০ বছরের শিশু আননুন। সে চতুর্থ শ্রেণির ছাত্র। টাকা জমানোর স্বপ্নে মাটির ব্যাংক কিনতে যাচ্ছিল রেললাইনের মিরপুরে জিকে খালের ওপর ব্রিজ ধরে। ঠিক সেই সময় পেছন থেকে দ্রুতগামী ট্রেনে কাটা পড়ে মারা যায় সে। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার মিরপুরে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে। কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার ওসি হারুন অর রশিদ মৃধা জানান, নিহত আননুন (১০) মিরপুরের মুরকান শাহ’র ছেলে। মুরকান কসাইয়ের কাজ করেন। সে চতুর্থ শ্রেণির ছাত্র বলে জানা যায়। স্থানীয় বাসিন্দা রিমন জানান, মিরপুরে জিকে খালের ওপর ব্রিজ নির্মাণ কাজ চলমান, পারাপারের বিকল্প ব্যবস্থা না থাকায় মানুষ রেলব্রিজ দিয়ে পার হন। শিশুটিও তেমনি পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ বলেন, আননুনের মরদেহ পোড়াদহ রেলওয়ে জিআরপি থানার পুলিশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল