• শনিবার ২৯ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১৫ ১৪৩১

  • || ২১ জ্বিলহজ্জ ১৪৪৫

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গায় তেলবাহী নৌযানে আগুনে একজনের মৃত্যু

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ জুন ২০২৪  

নারায়ণগঞ্জের ফতুল্লার মেঘনা তেল ডিপো সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে তেলবাহী নৌযানে আগুনে একজন নিহত, একজন দগ্ধ ও দুইজন নিখোঁজ হয়েছে। বুধবার বিকেলে আগুন নিয়ন্ত্রণে আসলে নৌযানের ভেতর নিহতের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে নারায়ণগঞ্জের জেলা প্রশাসন। তবে নিহত, দগ্ধ ও নিখোঁজ কারও পরিচয় জানা যায়নি। ঘটনার প্রত্যক্ষদর্শী ফতুল্লা লঞ্চঘাটের শ্রমিক হান্নান বাসস’কে জানায়, বরিশাল থেকে তেল নিতে আসা এম ভি মনপুরা তেলবাহী নৌযানটি মেঘনা তেল ডিপোর ঘাটে ভিড়ানো ছিলো। ড্রামে তেল লোড করে দুপুরে ঘাট ছাড়ার কথা ছিলো। দুপুর দেড়টার দিকে নৌযানটিতে প্রচন্ড বিস্ফোরণে আগুন লেগে যায়। বিস্ফোরণের প্রচন্ড শব্দে আশে পাশের বাড়ি ঘর, অন্যান্য নৌযান কেঁপে ওঠে। বিস্ফোরণে নৌযানটির দড়ি ছিঁড়ে এটি বিপজ্জনকভাবে বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় জ্বলতে থাকে। রান্নার জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে বলে তিনি জানান। ফতুল্লা থানার ওসি নুরে আজম জানান, এ ঘটনায় একজন দগ্ধ হওয়ার বিষয়টি জানতে পেরেছি। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল ইসলাম জানান, ট্রলারটিতে ডিজেল ও পেট্রোল লোড করা ছিল। এ সময় তেলের ড্রামবাহী ট্রলারে ৪ জন শ্রমিক রান্না করছিল বলে শুনেছি। এর মধ্যে একজনের লাশ উদ্ধার হয়েছে। একজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ট্রলারে তেল লোড আনলোডর কাজে নিয়োজিত এক শ্রমিক জানান, ‘ফতুল্লা পেট্রোলিয়াম কর্পোরেশনের ডিপো থেকে জ¦ালানী তেল ডিজেল ও অকটেন ড্রামে ভরে ট্রলারটিতে উঠানো হচ্ছিল। এ সময় ট্রলারটিতে ৪-৫ জন শ্রমিক ছিল। ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল মজুদ ছিলো।’ প্রত্যক্ষদর্শী আনছার সদস্য শফিকুল ইসলাম বলেন, আগুন লাগার পর বস্ত্রহীন দগ্ধ একজনকে হাসপাতালে নেয়া হয়েছে। আরেক প্রত্যক্ষদর্শী আফসার উদ্দিন বলেন, আগুন লাগা নৌযানটিতে অগ্নিনির্বাপনের কোন ব্যবস্থা ছিল না। ঢাকা ফায়ার সার্ভিস এর উপ-পরিচালক ছালেহ উদ্দিন জানান, খবর পেয়ে একে একে ৫টি স্টেশনের ৯টি ইউনিট ও নৌ ফায়ার সার্ভিসসহ মোট দশটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। বিকেল চারটায় আগুন নিয়ন্ত্রণে এলেও হঠাৎ হঠাৎ ভেতরে আগুন জ্বলে উঠছিলো। নৌযানটিতে জ¦ালানী তেল ডিজেল অকটেনের পাশাপাশি মশার কয়েল তৈরি ফয়েল পেপারসহ নানা দাহ্য পদার্থ ছিল। মেঘনা ডিপোর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. লুৎফর রহমান জানান, নৌযানটিতে ৪-৫ জন শ্রমিক ছিলো বলে শুনেছি। তাদের মধ্যে আগুনে পোড়া একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরো একজন শ্রমিককে দগ্ধ অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ ঘটনা আরো দুই শ্রমিক নিখোঁজ থাকতে পারে বলে তিনি জানান। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, ডিপোর ঘাটে তেলবাহী ট্রলারে অগ্নিকান্ডের ঘটনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল ইসলামকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিতে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও তেল ডিপোর কর্মকর্তাসহ ৫ জনকে সদস্য করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল