• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ২ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

শপথ নিলেন প্রধান উপদেষ্টা ও ১৬ উপদেষ্টা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৮ আগস্ট ২০২৪  

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ও ১৬ জন উপদেষ্টার শপথগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে বঙ্গবভবনের দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও ড. মুহাম্মদ ইউনূস একসঙ্গে দরবার হলে প্রবেশ করেন। এরপর জাতীয় সংগীত, কোরআন তেলাওয়াত করা হয়।

শপথগ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

প্রথমেই শপথ গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

প্রধান উপদেষ্টার শপথ বইয়ে স্বাক্ষর ও আসন গ্রহণের পর শপথগ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৬ জন উপদেষ্টা। তাদেরও শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথগ্রহণ শেষে শপথ বইয়ে স্বাক্ষর করেন উপদেষ্টাগণ।