• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

মহানবীর আদর্শ শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৪  

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহানবী (সা.) এর সাম্য ও সম্প্রীতির আদর্শ শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ আলোচনা ও দোয়া মাহফিল হয়। বিশিষ্ট কবি হাসান হাফিজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আলোচনা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, আজকের এইদিনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-কে মানবজাতির কল্যাণের জন্য প্রেরণ করেন। আবার আজকের দিনেই তার ওফাত দিবস। পৃথিবীতে তাকে পাঠানো হয়েছে শিক্ষক রূপে। রাসূল (সা.) এর জীবনের প্রতিটি কর্মকাণ্ডই ছিল মানব জাতীর জন্য শিক্ষা ও আদর্শ। ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনে তার ছিল অনবদ্য ভূমিকা। তিনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র পরিচালক। নীতি, নৈতিকতা, শাসনকার্য পরিচালনা থেকে শুরু করে জীবন চলার প্রতিটি ক্ষেত্রে তার জীবন থেকে শিক্ষা নিতে হবে। রাসূল (সা.) এর জীবন অনুসরণ করলে ইহকালে ও পরকালে শান্তি ও মুক্তি মিলবে। এতে ঢাকা রিপোটার্স ক্লাবের সাবেক সভাপতি মুরসালিন নোমানী, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আব্দাল আহমেদ, জাতীয় প্রেসক্লাবের নির্বাহী কমিটির সমস্য কাজী রওনাক হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।