• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

টাঙ্গাইলে যা বললেন কেন্দ্রীয় জামায়াতের আমির শফিকুর রহমান

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৪  

জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের মাগফেরাত কামনা এবং আহত ও শহিদ পরিবারের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির আহসান হাবিব মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা খলিলুর রহমান মাদানী, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, জেলা জামায়াতের সেক্রেটারি মো. হুমায়ুন কবির, সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি মো. আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল পৌর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইলের সমন্বয়ক মো. মনিরুল হকসহ জেলা ও বিভিন্ন উপজেলা জামায়াতের নেতাকর্মীরা ও ছাত্র জনতার আন্দোলনে শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তব্যে কেন্দ্রীয় আমির বলেন, এ সরকার ১৭ বছর ক্ষমতায় ছিলো। সবচেয়ে বেশি নির্যাতন করেছে জামায়াত-শিবিরের উপর। তারা কেবল জামায়াতের উপর অত্যাচার করেই শেষ করেনি, তারা হেফাজতের, গণঅধিকার পরিষদ ও বিএনপির উপর হামলা-নির্যাতন চালিয়েছে। তারা বিডিআর বিদ্রোহের মাধ্যমে ৫৪ জন সেনা অফিসারকে হত্যা করেছে। তারা অসংখ্য বিডিআর সদস্যদের নির্যাতন ও চাকরিচ্যুত করেছে। তারা জামায়াতের আমির গোলাম আজম থেকে আবুল কাশেম সর্বপোরি দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের উপর ধর্ষণ, অগ্নিসংযোগ, মানবতাবিরোধী অপরাধের মতো অপরাধে অপরাধী সাজিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তিনি আরো বলেন, তারা বিএনপি নেত্রী খালেদা জিয়াকে ৩ কোটি টাকার মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে আটকে রেখেছে। এখানেই তারা শেষ করেনি। তারা সাংবাদিকসহ সবক্ষেত্রেই তাদের ক্ষমতার অপব্যবহার করেছে। তারা উন্নয়নের নামে লুটপাট চালিয়েছে। এখন তাদের গৃহকর্মীর নামে হাজার কোটি টাকা পাওয়া যায়। উন্নয়ন করেছেন কিন্তু সে রাস্তা দিয়ে তিনি যেতে পারেননি। এবার বোঝেন তিনি কি উন্নয়ন করেছেন। সর্বশেষ নিহত ও আহতদের জন্য দোয়া করেন তিনি।