• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

টাঙ্গাইলে পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী পালিত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৪  

জেলায় আজ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) পালন করা হয়েছে।
আজ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পরে বিশ্ব শান্তি কামনায় দোয়া করা হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক- এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর, টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে। জশনে জুলুছ (আনন্দ র‌্যালি) শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বেলা সাড়ে ১২টায় পুনরায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমবেত হয়ে মুসুল্লিরা বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শাহ্ সুফী ড. মুহাম্মদ আমীরুল ইসলাম।