• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

বেতন বৈষম্য নিরসনের দাবি সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৪  

বৈষম্যহীন নবম বেতন কমিশনের ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে সংগঠনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভায় এ দাবি জানান তারা। সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি সৈয়দ সারোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় ২০০-২৫০ জন অংশগ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপার্সের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিশ্ব ট্রেড ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য কমরেড মেজবাহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্ট্যাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আজিম প্রমুখ।